সালানপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– শনিবার সালানপুর ব্লকের জিতপুর পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হল ।ফিতে কেটে প্রকল্পগুলির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ( Mayor Bidhan Upadhyay )। েউপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অন্যরা ।
এদিন জিৎপুর পঞ্চায়েত এর নামকেশিয়া আদিবাসী পাড়ার ফুটবল ময়দানে একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এসে গ্রামের শতাধিক মহিলা ও পুরুষ তৃণমূলে যোগদান করেন।একই সাথে এদিন নামকেশিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির তত্ববধানে 12 লাখ 43 হাজার 686 টাকা ব্যয়ে 500 মিটার পিসিসি ঢালায় রাস্তার শিল্যান্যাস করেন ।এছাড়া সেখান থেকে বেরিয়ে রামপুর আদিবাসী পাড়ার ফুটবল ময়দানে একটি হয় মাস্ক ও জিৎপুর গ্রামে একটি হাইমাস্ক এর উদ্বোধন করা হয়।এছাড়া অরবিন্দ নগরে 4 লাখ 49 হাজার টাকা ব্যয়ে একটি জলের সব মারসেবল উদ্বোধন করেন আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ।
সেখান থেকে জিৎপুর পঞ্চায়েতের কুসুমকানালি গ্রামে একটি
সাড়ে বারো লক্ষ টাকা ব্যয়ে 500 মিটার রাস্তার উদ্বোধন করেন ।এদিন উদ্বোধন শেষে আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় জানান রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে।সালানপুর ব্লকেও উন্নয়নের অনেক কাজ হয়েছে। এই কাজগুলি তার সাথে নতুন সংযোজন হল ।আগামী দিনেও মানুষের চাহিদা মতো আরও উন্নয়নের কাজ হবে বলে তিনি জানান।
এদিনের কয়েক গুচ্ছ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়াও সমিতির কর্মাধ্যক্ষ উৎপল কর ,
পঞ্চায়েতের সদস্য অপর্ণা রায়,সুজিত মোদক,শকুন্তলা মারান্ডি,রাসমণি বেশরা, প্রদীপ পন্ডিত ,তাপস মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন ।