LatestWest Bengal

West Bengal : ইন্টারনেট পরিষেবা কখন এবং কেন বন্ধ থাকবে জেনে নিন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ইন্টারনেট পরিষেবা কখন এবং কেন বন্ধ থাকবে জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। পরীক্ষায় নকল ঠেকাতে এমনটি করা হচ্ছে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের তরফে এই বিষয়ে একটি নির্দেশ জারি করা হয়েছে। জেলা ভিত্তিক বিভিন্ন ব্লকে নেট পরিষেবা বন্ধ থাকবে। পরীক্ষাকেন্দ্রগুলির আশেপাশে জ্যামার বসিয়ে দেওয়া হবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে বন্ধ থাকবে মোবাইলের ইন্টারনেট পরিষেবা।

Internet Service interrupted
sample Photo by Pixabay on Pexels.com

জারি করা নির্দেশে বলা হয়েছে যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে ইন্টারনেট ট্রান্সমিশন এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোনি ব্যবহার করে আগামী কয়েক দিনের মধ্যে কিছু এলাকায় অবৈধ কার্যকলাপ করা হতে পারে। রিপোর্ট পরীক্ষা করে দেখা যায়, সঠিক ব্যবস্থা না নিলে এমন বেআইনি কর্মকাণ্ড সত্যিই ঘটতে পারে।

ভয়েস কল, এসএমএস এবং সংবাদপত্রে কোন সীমাবদ্ধতা নেই, তাই যোগাযোগ, জ্ঞান এবং তথ্যের আদান-প্রদান বন্ধ হচ্ছে না। এমতাবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। ৭ মার্চ থেকে ৯ মার্চ, ১১ মার্চ, ১২ মার্চ, ১৪ মার্চ এবং ১৬ মার্চ পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকাল ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

read also : Cyber Crime Prevention : पश्चिम बंगाल बना मिसाल

read also : Mamata Banerjee Plane Incident : AAI को राज्य का पत्र, पूछा क्या हुआ था

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *