ASANSOL

শিল্পাঞ্চলে আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : ৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা সহ আসানসোলের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আসানসোলের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেও এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। ছিলেন কলেজের ডিন একাডেমিক ( Din – Academic) প্রফেসর ড: অপর্ণা রাওয়াত,কলেজের অধ্যক্ষ ( Principal) প্রফেসর ড: পি পি ভট্টাচার্য, ওমেন্স সেল কো-অর্ডিনেটর প্রফেসর শিউলি চক্রবর্তী, রেজিস্ট্রার প্রফেসর ড: সন্দীপ হালদার, কালচারাল কমিটির পক্ষ থেকে প্রফেসর হীরক গুপ্ত, এ্যাডভাইজার অতিন চৌধুরী প্রমুখ। পাশাপাশি এই অনুষ্ঠানে কলেজের সমস্ত প্রফেসর, কর্মী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পড়ুয়াদের পক্ষ থেকে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস পালন আসানসোল বীরাঙ্গনার

আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে আসানসোল কফি হাউসে আসানসোল বীরাঙ্গনা সংগঠনের পক্ষ থেকে কেক কেটে মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সমাজকর্মী শর্মিলা বন্দোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকা আসানসোল বীরাঙ্গনার সম্পাদিকা অরুন্ধতী দে বলেন, আমরা সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবার সাথে যুক্ত রয়েছি। এই দিনটিকে আমরা আজ নিজেদের মতো করে উদযাপন করলাম।

আজ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় যৌনকর্মী সংগঠন দুর্বার মহিলা সংগঠন এর পক্ষ থেকে আসানসোল লোছিপুর দিসা যৌনপল্লীতে উপস্থিত ছিলেন পুলিস প্রশাসনের আধিকারিক (ADPC)ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ জন

আসানসোল পৌরনিগমে আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে মহিলাদের সম্বর্ধনা দেওয়া হয়ে। উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চট্টোপাধ্যায়, মদন বাবু, পৌরনিগমের বড় বাবু বীরেন্দ্রনাথ অধিকারী, তাপস কর্মকার প্রমুখ।

‘অনন্যা’, মহিলাদের ক্ষমতায়নের দিকে IPCL দ্বারা নেওয়া একটি বিশেষ উদ্যোগ। ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড তার CSR কার্যক্রমের অংশ হিসেবে সমাজের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ নিতে পরিচিত। কোম্পানির শতবর্ষী বছরে, এটি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অনন্যার বার্ষিক স্বাক্ষর সিএসআর উদ্যোগ চালু করেছে। ‘অনন্যা’ হল একটি প্ল্যাটফর্ম এবং উদ্যোগ যা দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন মহিলাদের স্বীকৃতি, সম্মান এবং অনুপ্রাণিত করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনন্য অনুষ্ঠানে বিশেষ পুরষ্কার এবং সার্টিফিকেট দিয়ে, যা অন্য অনেকের জন্য অনুপ্রেরণা।

আসানসোলের সৃষ্টিনগরের শ্রীহরি গ্লোবাল স্কুল অডিটোরিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সমস্ত অনন্যাকে সম্মানিত ও সংবর্ধিত করা হয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথি শ্রীমতি। অর্পিতা মজুমদার, ওসি, মহিলা পুলিশ, শ্রীমতি। সুদেষ্ণা ঘটক, শ্রীমতি শর্মিলা ব্যানার্জী, মহারাজা সোমাত্মানন্দ জি এবং ইন্ডিয়া পাওয়ার প্রতিনিধি সোমেশ দাশগুপ্ত পুরো সময়ের ডিরেক্টর, পার্থো চট্টরাজ জিএম এইচআর ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং অন্যান্য ইন্ডিয়া পাওয়ার কর্মকর্তারা।

Leave a Reply