ASANSOL

রানীগঞ্জে নকল ব্যাসন, ছাতু তৈরি, হানা দিল ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today )রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের কে জি লেন এলাকায় এক আটা চাকি মিলে নকল ব্যাসন, ছাতু তৈরি হচ্ছে এই খবর পেয়ে অতর্কিতে হানা দিল ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। এদিন রানীগঞ্জ থানার পুলিশ কে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের উচ্চপদস্থ আধিকারিক এরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 60 70 বস্তা নকল ব্যাসন ,ছাতু বাজেয়াপ্ত করল। এদিনের এই অভিযান চলার সময় পুলিশ প্রশাসনকে ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের অভিযান চালাতে গিয়ে ব্যাপক বেগ পেতে হয়।

এই অভিযানে ফুড সাপ্লাই ইন্সপেক্টর এর আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছে ঐ সকল সামগ্রীর নমুনা সংগ্রহ করেছেন। এদিন এসিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ঈপ্সিতা দত্ত জানিয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে তারা এই বিশেষ অভিযান চালিয়েছেন। বাজারে কোথায় কি পরিমান এই ভেজাল সামগ্রী সরবরাহ করা হয়েছে তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ দল । এদিনের এই বিশেষ অভিযান চলার সময় ওই সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

জানা গেছে শুধুমাত্র রানীগঞ্জ শহর এলাকায় নয় শহরের বাইরে বিভিন্ন অংশে এই সকল নকল সামগ্রী সরবরাহ করার কাজ চলছিল চুপিসারে। এদিন এনফর্সমেন্ট এর জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যবসায়ী তার উৎপাদিত সামগ্রি তৈরীর ক্ষেত্রে সরকারি কোনো অনুমোদন ছাড়াই ঐসকল সামগ্রী চুপিসারে গোপন গোদাম ঘরে তৈরি করে তা বাইরে পাচার করছিল বলেই জানিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *