ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

অবৈধভাবে টিকিট বিক্রির অভিযোগে গ্রেপ্তার রূপনারায়নপুর এর এক ব্যাক্তি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার রূপনারায়নপুর বাজারে অবৈধ ভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে ডাবর মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরপিএফ ।জানাজায় ওই ব্যক্তির নাম বিপিন কুমার মাজি ।তিনি এলাকায় ব্যবসায়িক সমৃদ্ধি গড়ে তুলেছেন ।ব্লকেও তার জেনারেটর চলে ।আসানসোল আরপিএফ এর একটি দল গোপন সূত্রখবর পেয়ে ডাবর মোড় এলাকায় জর্জ টেক্টোবার্ড দি ইন্টারনেট কাফে নামক এক কম্পিউটার সেন্টারে অভিযান চালিয়ে সেখানে দেখেন অবৈধ ভাবে রেলের টিকিট কাটা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছিল।তারপরেই এই দুর্নীতি আটকানোর জন্য অপারেশন উপলব্ধ নামের আরপিএফ এর একটি বিশেষ দল তৈরি করে বিভিন্ন সাইবার কম্পিউটার দোকানে অভিযান চালানো হচ্ছে ।

IRCTC अवैध रेल टिकटिंग


জানাজায় এই অভিযান রেল বোর্ডের নির্দেশে চলছে ।রেল সূত্র মারফত জানাজায় বহু ব্যক্তি পার্সোনাল আইডি ব্যবহার করে বাণিজ্যিক ভাবে রেলের টিকিট বিক্রি করছেন যা আইনত অপরাধ ।এইসব জায়গা থেকে টিকিট নিয়ে বহু ক্ষেত্রেই যাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। আইআরসিটিসি অনুমোদিত টিকিট কেন্দ্রের যাত্রীর সিট নাম্বারের সঙ্গে এইসব অনুমোদনহীন কাফের টিকিট নাম্বার অনেক ক্ষেত্রেই এক হয়ে যায় এবং তখন একটি সিটের একাধিক দাবিদার হওয়ায় গন্ডগোল বাধে ।

৭ মার্চ সীতারামপুর আরপিএফ ইন্সপেক্টর এইচ এন দুবের নেতৃত্বে একটি বিশেষ টিম রূপনারায়ণপুরের এই কাফেতে হানা দেয় । হাতেনাতে গ্রেফতার হন বিপিন কুমার মাজি । এছাড়াও আরপিএফ বাজেয়াপ্ত করে দশটি রেলের টিকিট , একটি কম্পিউটার , একটি মোবাইল এবং নগদ ৭০০ টাকা।তবে গতকাল ৮ মার্চ আসানসোল আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে ।
এখান থেকে বেশ কয়েক মাস ধরে অবৈধভাবে রেলের টিকিট কাটা হচ্ছিল বলে জানতে পারার পরই আঁটঘাট বেঁধে আরপিএফ -এরদল অভিযান চালায় বলে আরপিএফ সূত্রে জানানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *