আসানসোলে যাত্রী শেডের উদ্বোধন করলেন মেয়র
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : আসানসোল জিটি রোডে লোকো গ্রাউন্ড সংলগ্ন একটি যাত্রী শেডকে সংস্কার করে নতুন রুপ দেওয়া রোটারি ক্লাব অফ আসানসোলের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে এই যাত্রীশেডের ফিতে কেটে উদ্বোধন করেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। পুরানো যাত্রী শেডটিকে একটি সুন্দর চেহারা দেওয়া হয়। এটি ১৯৩৮ সালে রোটারিয়ানদের সদস্যরা তৈরি করেছিলেন। এই শেডের জরাজীর্ণ অবস্থা হয়ে যাওয়ায় আসানসোল রোটারি ক্লাব এটিকে মেরামত করে নতুন রূপ দিয়েছে।
এতে ঐ এলাকায় যাত্রীদের বসার সুবিধা হবে। আধুনিক ডিজাইনিং করে মডেলে প্যাসেঞ্জার শেডের আশপাশেই রয়েছে সেন্ট মেরি গরেটি, সেন্ট প্যাট্রিক ,সেন্ট জোসেফের মতো স্কুল । স্কুল পড়ুয়া থেকে অভিভাবক ও সাধারণ মানুষ যারা বাস ধরতে আসেন তাদের অনেক সুবিধা হবে।অনুষ্ঠানে উপস্থিত সভাপতি অভিষেক দোকানিয়া, রুচিকা ডোকানিয়া, সাত্ত্বিক লাল, বিশ্বজিৎ ঘোষ, অমিতাভ ঘোষ, মনদীপ সিং লালী, সত্যনারায়ণ আগরওয়াল, জর্জ আওস্তা প্রমুখ।