ASANSOL

পিএইচইর ইঞ্জিনিয়ারকে হেনস্তা কালো ব্যাজ পড়ে মৌন প্রতিবাদ, সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ১১ মার্চঃ ( Asansol LIve News Today) পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার বিরুদ্ধে পিএইচই বা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরেশ রায় রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। আর সেই অভিযোগের ২৪ ঘণ্টা মধ্যেই রাজ্যের ইঞ্জিনিয়ারদের সংগঠন সোসাইটি ফর ডেভলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্টের তরফে তিনদিন আগে হওয়া ঘটনার প্রতিবাদ করা হয়। শুক্রবার দুপুরে সংগঠনের ডাকে আসানসোলের ইসমাইলের বিবেকানন্দ পল্লীতে পিএইচইর আরসিএফএ ডিভিশন – ১ এর দপ্তরের সামনে কালো ব্যাজ পড়ে ও হাতে পোস্টার নিয়ে মৌন প্রতিবাদ করলেন দপ্তরের জেলার ইঞ্জিনিয়ার থেকে সাধারণ কর্মীরা।

পিএইচইর ইঞ্জিনিয়ারকে হেনস্তা


প্রসঙ্গতঃ, গত ৮ মার্চ মঙ্গলবার পিএইচই দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার সোমনাথ সরকার রানিগঞ্জে রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্প নিয়ে কথা বলতে রানিগঞ্জ বিডিও অফিসে যান। সেখানে তিনি রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সহ আরও কয়েকজনের নেতৃত্বে বিডিও অফিস চত্বরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। তার গলায় জলের খালি বোতলের মালা পড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে তাকে রোদে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।


রানিগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার গ্রামবাসীরা জল পাচ্ছেন না । এই অভিযোগ তুলে সেদিন বিনোদ নুনিয়ার নেতৃত্বে বিডিও অফিস চত্বরে আন্দোলন হয়েছিলো। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পিএইচইর ইঞ্জিনিয়ারদের সংগঠনের পক্ষ থেকে বর্ধমানে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দিয়ে বিচার চাওয়া হয়। বলা হয়, কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়াররা নিরাপত্তার অভাব বোধ করছেন। এরপর বৃহস্পতিবারই সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে চিঠি দিয়ে জানান । তারপর এদিন আসানসোলের পিএইচইর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ নুনিয়ার বিরুদ্ধে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। একইভাবে ইঞ্জিনিয়ার সংগঠনের কেন্দ্রীয় কমিটি কলকাতায় নিউ সেক্রেটারিয়েট ভবনে এই ঘটনার প্রতিবাদে দপ্তরের প্রধান সচিব ও মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।


এদিন সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অঞ্জন চক্রবর্তী বলেন, এদিন কালো ব্যাজ পড়ে মৌনভাবে ঐ ইঞ্জিনিয়ারের উপরে যে শারীরিক এবং মানসিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ জানালাম। ইঞ্জিনিয়ার থেকে কর্মী সকলেই এতে সামিল হয়েছেন। আমরা চাই এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে ও যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদি তা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে আমাদের এই সংগঠন ।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, আইন আইনের পথে চলবে। আইনের উর্ধ্বে কেউ নয়। দল ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে।
অন্যদিকে, তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু এদিন বলেন, বিনোদ নুনিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *