ASANSOLKULTI-BARAKAR

ADPC ফাঁড়ি ইনচার্জদের রদবদল, বিজন থানা থেকে ফাঁড়িতে, কার্তার ডিডি

বেঙ্গল মিরর, আসানসোল ,সৌরদীপ্ত সেনগুপ্ত :  ADPC তে বিজন সমাদ্দার থানা থেকে বদলি হয়ে গেলেন ফাঁড়িতে, কার্তার সিং গেলেন ডিডিতে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রায় ডজনখানেক ফাঁড়ি ইনচার্জের রদবদল। এর মধ্যে সবচেয়ে চর্চিত হলেন বিজন সমাদ্দার এবং কার্তার সিং। বিজন সমাদ্দারকে থানা থেকে সরিয়ে দেওয়া নিয়ে যাওয়া হয়েছে নিমচা ফাঁড়িতে। একই সঙ্গে কার্তার সিংকে জাহাঙ্গিরি মহল্লা থেকে সরিয়ে ডিডিতে পাঠানো হয়েছে।

ADPC : দেখুন কে কোথায় গেলেন

Leave a Reply