লোকসভা নির্বাচনকে সামনে রেখে জরুরি সভা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলে লোকসভা উপ নির্বাচন এর প্রার্থী ঘোষণা হবার পরেই আসানসোল জুড়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই লোকসভা উপ নির্বাচনে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করা হয় তারপরেই আসানসোল লোকসভা কেন্দ্রেই নির্বাচন ঘিরে সালানপুর ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে এক সভার আয়োজন করা হয় যেটি সালানপুর ব্লকের একটি বেসরকারি পেক্ষাগৃহে ডাকা হয় ।সালানপুর ব্লকের সভাপতি মহম্মদ আরমান ও সাধারণ সম্পাদক ভোলা সিংহের নেতৃত্বেই এই জরুরি সভার আয়োজন করা হয়।
তাছড়া জরুরি সভায় উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, চিত্তরঞ্জন ব্লক তৃণমূলের সভাপতি তাপস ব্যানার্জি(ডাবু),কৈলাশ পতি মন্ডল, শ্যামল গোপ ,মিঠুন মন্ডল,সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা ও সদস্যরা,তাছাড়া উপস্থিত হন সমিতির কর্মদক্ষ, সদস্যরা এবং সমস্ত তৃণমূল নেতৃত্বরা।যেখানে সভায় ঠিক করা হয় লোকসভা নির্বাচনে কি ভাবে সালানপুর ব্লক থেকে আরো বেশি ব্যাবধানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়লাভ করানো যায়।
এই প্রসঙ্গে ব্লক সভাপতি মোঃ আরমান বলেন গতকালেই আমাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং কালকেই জেলা কমিটির বৈঠক করার পর ব্লকে ব্লকে কর্মী,নেতৃত্ব ও বুথ এজেন্টদের সহ প্রধান ও উপপ্রধান,সদস্য ও সমিতির কর্মদক্ষ,সদস্যদের নিয়ে এক বৈঠক করা হয়।আমাদের এখন একটা লক্ষ্য লোকসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসানসোল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও জেলা সভাপতি তথা মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়কে উপহার রূপে তুলে দেওয়া।