আসানসোল লোকসভা উপনির্বাচন : জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক, দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ মার্চঃ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠক করা হয়। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক এস অরুণ প্রসাদের উপস্থিতিতে আসানসোলে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে এই বৈঠক হয়। এই বৈঠকে জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, অভিজিৎ শেভালে, ওসি ইলেকশন, ওসি এমসিসি সহ নির্বাচন দপ্তরের আধিকারিক ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি সহ অন্য অফিসাররা ছিলেন।
এছাড়াও নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে ডাকা হয়েছিলো।
এদিনের বৈঠকে মুলতঃ মডেল কোড অফ কনডাক্ট ( এমসিসি) বা আদর্শ আচরণ বিধি ও প্রচার করা নিয়ে নির্বাচন কমিশনের যে গাইড লাইন আছে, তা রাজনৈতিক দলের প্রতিনিধিদের বলা হয়েছে। একজন প্রার্থী ও দল কি কি করতে পারবে বা কি কি করতে পারবে না, তা নিয়ে অবহিত করা হয়।
বৈঠক শেষে অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে বলেন, মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেলে কোন রাজনৈতিক দল ও প্রার্থী প্রচার করতে পারবেন না। হিসাব মতো ১৬ মার্চের পরে প্রচার শুরু করা যাবে। তা চলবে ৩০ মার্চ পর্যন্ত। এখনো পর্যন্ত কমিশনের নির্দেশ আছে, তাতে তা বলা হয়েছে। মডেল কোড অফ কনডাক্ট মেনে প্রচার করতে হবে। সুবিধা পোর্টালের মাধ্যমে রাজনৈতিক দল মিটিং মিছিলের অনুমতি নিতে হবে। মাইক ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট এলাকার থানা থেকে অনুমতি নিতে হবে।