KULTI-BARAKAR

যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তা দিয়ে দোল উৎসব পালন পড়ুয়াদের, পুলিশের রুটমার্চ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার এ কুলটি কলেজ ছাত্র সংসদ এর পক্ষে কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে দোল উৎসব পালন করা হলো যেখানে যুদ্ধ নয় শান্তি চাই এর বার্তা দিয়ে অর্থাৎ শান্তির বার্তা পায়রা উড়িয়ে বিশ্বশান্তি বার্তা দিয়ে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানিত করে কলেজ প্রাঙ্গণে দোল উৎসব পালন করা হলো
এই অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের কাউন্সিলর পুনম দেবী শতাব্দি ভান্ডারী সৌরভ মাঝি উকিল দাস তাছাড়া ফুলটির তৃণমূলের নেতৃত্ব গান কুলটি কলেজ ছাত্র সংসদের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রনেতা যতীন গুপ্তা সৌরভ ঘোষাল তুলসীদাস সহ অনেকে

নিয়ামতপুর অগ্রসেন ভবনে হোলি উৎসবের উপলক্ষ্যে সংগীতানুষ্ঠান ব্যবসায়ী সংগঠনের । পশ্চিম বর্ধমান জেলর কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপূরের ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর মার্চাণ্ড চেম্বার ওফ কমার্সের তরফে বুধবার রাত্রে হোলি মিলন উৎসব পালন করা হলো নিয়ামতপূরের অগ্রসেন ভবনে ।

যেখানে ব্যবসায়ী সংগঠনে সদস্যরা উপস্থিত হয়ে একে অপরকে রঙ্গ লাগিয়ে , সংগীতানুষ্ঠানের মাধ্যমে এবং এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিদের সম্মানিত করে হোলি মিলন উৎসব পালন করা ।নিয়ামতপুর ব্যাবসায়ী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন
সচিন বালথিয়া রাজেশ দোকানিয়া,মাহিন্দর সাংহাই আশীষ কেডিয়া,প্রকাশ দোকানিয়া,অমিত বানকরা সহ অনেকে ।

আগামী 18 ও 19 ই মার্চ পালিত হবে দোল ও হোলি উৎসব রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতে ও পালিত হয়ে থাকে দোল এবং হোলি উৎসব । এই উৎসবে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । সেই দৃশ্য দেখা মিলল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কুলটি থানার বরাকর ফারি পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবারে বরাকর ফাঁড়ি অন্তর্গত বরাকর আরা ডাঙ্গাল , ঈদগা রোড , হসপিটাল রোড , লক্ষীয়াবাদ ,স্টেশন রোড হয়ে বরাকর বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের রুটমার্চ করা হলো যাতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রুটমার্চে উপস্থিত ছিলেন বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারি রাজশেখর মুখার্জি ।

Leave a Reply