ASANSOL

হীরাপুর মানিক চাঁদ ঠাকুর ইনস্টিটিউশন এ পালিত হল বসন্তোৎসব

বেঙ্গল মিরর, বার্ণপুর: আজ দুপুর তিনটে নাগাদ হীরাপুর মানিক চাঁদ ঠাকুর ইনস্টিটিউশন( উচ্চ মাধ্যমিক) এ সাড়ম্বরে পালিত হয়” বসন্তোৎসব”। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর ঐকান্তিক প্রয়াস আজকের এই ‘” দখিন দুয়ার খোলা” নামাঙ্কিত বসন্তোৎসব। সমস্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় শিক্ষিকা মাননীয়া স্বাতী ব্যানার্জী মহোদয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী কাশীনাথ মন্ডলের উৎসাহ ও উদ্দীপনায় সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবদাসবাবু।

সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, ছাত্রদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। হীরাপুর ঠাকুর বাড়ির প্রাণপুরুষ সাধক শ্রী শ্রী মানিক চাঁদ ঠাকুরের মূর্তিতে আবির দিয়ে অনুষ্ঠানের সূচনা। শিক্ষিকা অনিন্দিতা ব্যানার্জী, সুস্মিতা মিত্র, শুভ্রা বসুমজুমদার, সুচেতা ভটাচার্য, তড়িৎ প্রভু কুন্ডু মহাশয়, কুমুদ রঞ্জন বাবুর সুমিষ্ট কন্ঠস্বর অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়। এছাড়া নবাগতা শিক্ষিকা সানি লাহার গানও উল্লেখ্য।

সবচেয়ে চিত্তাকর্ষক ইংরেজি শিক্ষক ইন্দ্রজিৎবাবুর একক নৃত্য পরিবেশন। এই বসন্তের মধ্যেও কোথাও ঝরে চলেছে অবিরাম হানাহানি রক্তপাত। বসন্তের পটভূমিতে যুদ্ধের উন্মত্ততা স্পষ্ট হয়ে উঠল বাংলার শিক্ষক তাপস নায়কের কবিতা” নীল দিগন্তে। কবির কন্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানটিকে মনোজ্ঞ করে তোলে। করোনা আবহে সুদীর্ঘকাল স্কুল বন্ধের পর এই ধরণের অনুষ্ঠান দখিনা বাতাসের স্বাদ এনে দেয় তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *