ASANSOL

হোলি ও দোল উৎসব কে সামনে রেখে রূপনারায়নপুর ফাঁড়ি পুলিশের রুটমার্চ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আগামী দিন অর্থাৎ 18 -19 মার্চ পালিত হবে দোল উৎসব ।আর এই দোল উৎসব উপলক্ষে সালানপুর থানা এলাকায় যাতে কোনরকম অকৃতিকর ঘটনা না ঘটে তার জন্যে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এর তরফে বিভিন্ন জায়গায় জায়গায় মাইকিং করে রুতমার্চ করা হচ্ছে । এদিন রূপনারায়নপুর ফাঁড়ির অফিসার রাহুল দেব মন্ডল ও রঞ্জিত সরকার রূপনারায়নপুর ,মহাবীর কলোনি, আছড়া ,কল্যানগ্রাম, কুসুমকানালি, হারিসডি, পিঠাকেয়ারী, জলটাঙ্কি সহ ডাবরমোড় বাস স্ট্যান্ড পর্যন্ত পুলিশের রুটমার্চ করা হলো

যাতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাছড়া এদিন প্রচার চলা কালীন বলা হয় এমন কোন রঙ খেলবেন না যা মানুষের শরীরে ক্ষতি নাকরে, বাচ্চাদের সাবধানে রাখবেন ,কেও যেন মদ্যপান করে জলাশয়ের ধারে নাযায়,সকলে সাবধানতা অবলম্বন করে হোলি খেলবেন ।
রুটমার্চে উপস্থিত ছিলেন রূপনারায়নপুর ফাঁড়ির

Leave a Reply