আসানসোল লোকসভা উপনির্বাচন : আজ থেকে শুরু মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ মার্চঃ ২০২১ সালের বিধান সভা নির্বাচনের ঠিক পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ হারানো। তার ঠিক পরে গত অক্টোবর মাসের শেষ দিকে প্রথমে দল বদল করে তৃনমুল কংগ্রেসে যোগদান। পরের মাসে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা।
বাবুল সুপ্রিয়র সেই ইস্তফার কারণেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী ১২ এপ্রিল। গণনা হবে ১৬ এপ্রিল।




গত ১২ মার্চ নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তি জারি করে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ায় কথা জানিয়েছিলো। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা আসানসোল লোকসভার রিটার্নিং অফিসার এস অরুণ প্রসাদ বলেন, ১৭ মার্চ বৃহস্পতিবার আসানসোল লোকসভা নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হবে। বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা মনোনয়ন পত্র তোলা জমা দিতে পারবেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ মার্চ। পরের দিন ২৫ মার্চ জমা দেওয়া মনোনয়ন পত্রগুলি স্ক্রটিনি করা হবে। ২৫ মার্চ বিকেল তিনটের পরে বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশিত হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ বিকেল তিনটে পর্যন্ত। তারপর সেদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।
আসানসোলে জেলাশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হবে। মঙ্গলবার জেলাশাসক সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের মনোনয়ন সংক্রান্ত সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দলগুলিকে কি করতে হবে, তারা কি করতে পারবে না তাও এদিনের বৈঠকে বলে দেওয়া হয়েছে। জেলাশাসকের কার্যালয়ের ১০০ মিটার আগে ব্যারিকেড করা হবে। সেখানেই রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের আটকে দেওয়া হবে। প্রার্থী ও প্রস্তাবক সহ মোট তিনজন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য জেলাশাসকের কার্যালয় পর্যন্ত যেতে পারবেন।
প্রসঙ্গতঃ, ২০১৪ সালে বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে প্রায় লক্ষ ভোটে জিতে চমক দেন। তাকে কেন্দ্র প্রতিমন্ত্রী করা হয়। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আবার বাবুল সুপ্রিয় প্রার্থী হন ও প্রায় ২ লক্ষ ভোটে জেতেন। কিন্তু ২০২১ এর বিধান সভা নির্বাচনে বিজেপির হার হওয়ার পরে সব রাজনৈতিক হিসাব বদলে যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে ছাঁটাই করে দেওয়া হয় বাবুল সুপ্রিয়। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। প্রথমে দল ছাড়েন ও পরে সাংসদ পদ। যে কারণে ৬ মাসের মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে।