ASANSOL

দোল উৎসব এর আগে সতর্ক বনদপ্তর, বন্যপ্রাণী শিকার এবং হত্যা করা দন্ডনীয় অপরাধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-দোল উৎসব এর আগে সতর্ক বনদপ্তর কোন মানুষজন যাতে কোনো প্রজাতির বন্যপ্রাণী ও পাখিদের গায়ে রং না দেয় সেই বিষয়ে এবং বন্যপ্রাণী শিকার করা এবং হত্যা করা দন্ডনীয় অপরাধ বনদপ্তর থেকে জেল এবং জরিমানা করা হবে এলাকার মানুষজন কে সচেতন করতে প্রচার করছে বনদপ্তর এর কর্মীরা নিরন্তরভাবে এছাড়াও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ধরা দণ্ডনীয় অপরাধ সে বিষয়েও প্রচার করা হয় গ্রাম্য এলাকায়।

দুর্গাপুর বনবিভাগের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের অন্তর্গত গৌরান্ডি বন কার্যালয় থেকে পাখি ও বন্য প্রাণীদের স্বীকার না করা ও তাঁদের উত্তপ্ত না করা গায়ের রঙ না দেওয়ার বিষয়ে এবং জঙ্গলে আগুন না লাগানো হয় জঙ্গল রক্ষা করতে বনদপ্তর এর সাথে এগিয়ে আসার কথা বলা হয় জঙ্গলে আগুন লাগলে নিকটবর্তী বনদপ্তর এ যোগাযোগের কথা বলা হয়েছে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে দেখা গেলে তার জেল এবং জরিমানা দুটোই করা হবে বেশ কয়েকদিন ধরেই বারাবনি এবং সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় মানুষজনকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে ।

কোনভাবে বন্যপ্রাণী শিকার না করা হয় আর এই বিষয়ে কি ধরনের কঠোর আইন রয়েছে সে বিষয়ে বেশ কয়েকদিন ধরে বনদপ্তর এর কর্মীরা মাইকিং করে প্রচার করতে দেখা যায়.. আজ বৃহস্পতিবার বারাবনি ব্লকের এবং সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় সচেতনামূলক প্রচার চালাতে এসে বনদপ্তর অধিকারী তারা নিজেদের হাতে মাইকে প্রচার করতে দেখা যায় সাথে অন্যান্য বনরক্ষক তারাও মাইকে প্রচার করে মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা জানান পরিবেশ রক্ষার স্বার্থে পাখি কচ্ছপ ও বন্যপ্রাণীদের রক্ষা করার প্রয়োজন তাই পাখি ধরা বন্দি করে খাঁচায় ভরে রাখা ক্রয়-বিক্রয় করা ও শাস্তিযোগ্য অপরাধ এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের 3 থেকে 7 বছরের জেল ও জরিমানা হতে পারে বন্য জীবজন্তু শিকার করতে তারা বারণ করেন কয়েকদিন ধরেই মাইকিং এবং বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা প্রচার করছেন এ বিষয়ে নজরদারিতে বনদপ্তর জোর দিয়েছে.।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *