রবিবার সন্ধ্যায় আসানসোলে আসছেন শত্রুঘ্ন সিনহা, সোমবার মনোনয়ন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ মার্চঃ আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। রবিবার সন্ধ্যায় উপনির্বাচনের প্রচার করতে আসানসোলে আসছেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী বলে শনিবার জেলা তৃনমুল কংগ্রেস সূত্রে জানা গেছে। তার সঙ্গে আসছেন স্ত্রী পুনম সিনহা। সবকিছু ঠিক থাকলে রবিবার সন্ধ্যা ছটা নাগাদ বিমানে শত্রুঘ্ন সিনহা অন্ডাল বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি গাড়িতে আসানসোল শহরে আসবেন। আসানসোলের জিটি রোডের উষাগ্রামে একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। তৃনমুল কংগ্রেস সূত্রে জানা গেছে, হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তিনি ভোটের প্রচার নিয়ে জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠক করবেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![Asansol By Poll](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/03/20220313_122211.jpg)
সোমবার শত্রুঘ্ন সিনহা লোকসভা উপনির্বাচনে লড়াই করার জন্য মনোনয়ন পত্র জমা দেবেন।
আরো জানা গেছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত তিনি আসানসোলেই থাকবেন।
আগেই শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, তার হয়ে প্রচার করতে আসানসোলে আসবেন মেয়ে সোনাক্ষি সিনহা।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ১৬ এপ্রিল গণনা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হলো ২৪ মার্চ। ২৫ মার্চ জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হবে। ২৮ এপ্রিল বিকেল তিনটের পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।