অন্ডাল বিমানবন্দরে নামলেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২০ মার্চঃ লোকসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। প্রার্থী হওয়ার সাতদিন পরে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় আগে বিমানে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল বিমানবন্দরে নামেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃনমুল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/03/IMG-20220320-WA0034-500x375.jpg)
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও হরেরাম সিং সহ অন্যান্যরা। অন্ডাল বিমানবন্দর থেকে গাড়িতে তৃনমুল কংগ্রেসের সেলিব্রিটি প্রার্থী আসানসোলের উদ্দেশ্যে রওয়ানা হন। দলের তরফে তার থাকার ব্যবস্থা করা হয়েছে আসানসোলের জিটি রোডের উষাগ্রামের একটি হোটেলে। ” বিহারি বাবু ” সোমবার সকালে আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন।