বরাকরে নাকা চেকিং এ উদ্ধার টাকা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আবারো লোকসভা নির্বাচনের পূর্বে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনা ঘটল বরাকরে ব্রিজের কাছে নাকা চেকিং এর সময়। ঘটনার সম্বন্ধে যানা গেছে যে গতকাল রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ বাংলা ও ঝারখণ্ড সীমান্ত বরাকর চেকপোস্টে ন্যাকাচেকিং চলাকালীন বরাকর ফাঁড়ির পুলিশ কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা বিজয় গুপ্তা ঝাড়খন্ড রাজ্যের চিরকুন্ডা থেকে আসানসোল যাওয়ার পথে বরাকরে নাকা তল্লাশির সময় বিজয় গুপ্তার কাছ থেকে 4লক্ষ্য 22হাজার 400টাকা নগদ উদ্ধার করে বরাকর ফাঁড়ি পুলিশ ।
টাকার মালিক বিজয় গুপ্তা টাকা সংক্রান্ত কোন বৈধ কাগজ না দেখাতে পেরে বরাকর ফাঁড়ির পুলিশ এবং SST মেজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত টাকা বাজেয়াপ্ত করলো বরাকর ফাঁড়ি পুলিশ । উল্লেখ্য যে আসানসোল লোক সভার উপ নির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্ত নাকা পৈয়েন্ট গুলোতো এই ভাবে নাকা তল্লাশি অভিযান চলছে বলে পুলিশের খবর ।