ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

নাট বল্টু তৈরীর আড়ালে বেআইনি অস্ত্র কারখানা, গ্রেফতার বাড়ির মালিকও

ধৃত চারজনের ৮ দিনের পুলিশ হেফাজত

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় / কাজল মিত্র, আসানসোল, ২৫ মার্চঃ নাট বল্টু তৈরীর আড়ালে বেআইনি অস্ত্র কারখানার মামলায় বাড়ির মালিককেও গ্রেফতার করলো পুলিশ। ধৃত বাড়ির মালিক দীনেশ চৌধুরী চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী রেল শহর চিত্তরঞ্জনের ৩৬ নং রোডের বাসিন্দা।
আসানসোলের সালানপুর থানার রূপনরায়ণপুর ফাঁড়ির পুলিশ চিতলডাঙ্গা উপর পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায়। তাতে ঐ বাড়ির ভেতরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ পায় পুলিশ।

বেআইনি অস্ত্র কারখানা

পুলিশের অভিযান উদ্ধার করা হয় ১২টি অসুম্পূর্ণ আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী ,লেদ মেশিন, প্রচুর কাঁচামাল ও একটি মোটর সাইকেল। সেখান থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনা স্থল থেকে বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা রাজকুমার চৌধুরী ,প্রবীণ কুমার, মহঃ ইকবাল নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ফাঁড়িতে ডেকে এনে বাড়ির মালিক চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী ৩৬ নং রাস্তার বাসিন্দা দীনেশ চৌধুরীকে জেরা করে পুলিশ। রাতে বাড়ির মালিককেও পুলিশ গ্রেফতার করে। ধৃত চারজন শুক্রবার আসানসোল জেলা আদালতে পাঠিয়ে পুলিশ তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানায়। বিচারক সেই আবেদনের ভিত্তিতে চারজনের জামিন নাকচ করে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


যদিও এদিন এই কারখানা ও বাকি তিনজনের সঙ্গে দীনেশ চৌধুরীর কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন তার স্ত্রী সীতা চৌধুরী। তিনি বলেন, আমার স্বামী নির্দোষ। তাকে এই মামলায় জোর করে ফাঁসানো হচ্ছে। তিনি আরো বলেন, আমরা কেউ দীর্ঘদিন ঐ বাড়িতে থাকিনা। আমরা ৪০ বছর ধরে রেল শহর চিত্তরঞ্জনের ৩৬ নং রাস্তায় রেল কোয়ার্টারে থাকি। যেখানে আমার শ্বশুরমশাই থাকতেন। তিনি মারা যাওয়ার পরে স্বামী চাকরি পান। বছর দেড়েক আগে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় ঐ বাড়ি ভাড়া নিয়েছিলো, কিছু করবে বলে। সেখানে সেই আত্মীয় কি করেছিলো আমাদের জানা নেই। যদিও সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এদিন বলে, চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

read also : Illegal Arms Factory : উদ্ধার লেদ মেশিন, ১২ টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন সামগ্রী, ধৃত ৩, বাড়ি মালিককে আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *