RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে নির্বাচনী সভা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ  : শুক্রবার আসন্ন লোকসভা উপনির্বাচন কে কেন্দ্র করে রানীগঞ্জের সীতারাম জি ভবন প্রাঙ্গণে আসানসোল পৌরনিগমের রানীগঞ্জ অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক নির্বাচনী সভা করলেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। এদিন চেয়ারম্যান জানান যেভাবে তারা রানীগঞ্জ বিধানসভা এলাকায় তাপস ব্যানার্জি কে জিতিয়ে আমাদের এ রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে তৎপর হয়েছেন ঠিক সেইভাবেই এবার স্বনির্ভর গোষ্ঠীর কথা যাতে সংসদে তুলে তাদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা আদায় করে নেওয়া যায় তার লক্ষ্যে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে এবারের নির্বাচনে জয়ী করে সংসদে পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে হবে প্রত্যেকে।

সেখানেই এদিন বিধায়ক তাপস ব্যানার্জি জানান রাজ্য সরকার মেয়েদের শক্তিশালী করতে বিভিন্ন প্রকল্প এনেছে এরাজ্যে যার মাধ্যমে রাজ্যের মেয়েরা আজ সর্বশক্তিমান, আজ সকল সুবিধা পেয়ে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে জাতি-ধর্ম-বর্ণ না দেখে প্রত্যেকের আগামীর ভবিষ্যৎ দৃঢ় করার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার দেখানো বিভিন্ন প্রকল্প যাতে আরো আগামীতে বাস্তবায়িত করতে সক্ষম হওআ যায় তারই লক্ষ্যে বাংলার স্বনির্ভর দল কে আরো বেশী মজবুত করার প্রয়োজন রয়েছে

আর তা সম্ভব তৃণমূলের প্রার্থী কে সংসদে পাঠানোর উদ্যোগ নেওয়া তেই তাই সকলকেই এবারের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা কে ব্যাপক সংখ্যায় ভোট দিয়ে সংসদে পাঠানোর উদ্যোগ নিতে হবে বলেই আহ্বান করেন স্বনির্ভর দলের মহিলাদের। শুক্রবার এর এই নির্বাচনী সভায় মহিলাদের ব্যাপক উপস্থিতি।

Leave a Reply