বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনা বাঁকুড়ার শালতোড়া রেঞ্জের চাঁদবাক দামোদরের চরের। রবিবার সকালে দামোদরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ওই কচ্ছপ। খবর পেয় শালতোড়া বনদফতরের আধিকারিক ও কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে শালতোড়া রেঞ্জ অফিসে নিয়ে আসে। বিরল প্রজাতির এই কচ্ছপটি আলিপুর চিড়িয়াখানাতে পাঠানো হবে বলে জানিয়েছে বনদফতর।
বনদফতরের রানা গুহ ( রেঞ্জার, শালতোড়া রেঞ্জ) জানাচ্ছেন উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার । এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে তুলে এই কচ্ছপ। শুধু বাস্তুতন্ত্র নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। এই কচ্ছপ উদ্ধারের সাথে সাথে এমন কচ্ছপ নজরে এলে বনদফতরকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।