ASANSOL

রানীগঞ্জ থানায় বিক্ষোভ বিজেপির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ: মঙ্গলবার রানীগঞ্জ থানায় বিক্ষোভ শামিল হল রানীগঞ্জ বিজেপি শহর মন্ডলের সদস্যরা। এদিন বিকেলে তারা বিজেপির ব্যাপক সংখ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নামে প্রহসন হচ্ছে এই দাবি তুলে বিধানসভায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, এই দাবিতে সোচ্চার হয়ে বিজেপির বিধায়কদের উপর হামলা করার প্রতিবাদে থানার গেটের সামনে বসেই বিক্ষোভে সামিল হয়।

এদিন বিজেপি নেতৃত্ব দাবি করে বিজেপি বিধায়কদের উপর যারা হামলা করেছে সেই সকল অভিযুক্ত তৃণমূল বিধায়কের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, এই দাবিতে তারা ডেপুটেশনে জমা দেয় রানীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের। এদিনের এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি রানীগঞ্জ শহর মন্ডল সভাপতি রাজেশ মন্ডল, লোকসভা উপনির্বাচনের কনভেনার শামসের সিং, সুনিতা কয়াল, দেব-জিৎ খা প্রমূখ।

Leave a Reply