ASANSOLKULTI-BARAKAR

তিনটি জায়গায় আবগারি দপ্তরের হানা, বাজেয়াপ্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৭৫ বোতল মদ, ধৃত এক

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩০ মার্চঃ ( Asansol News In Bangla ) আসানসোলের সালানপুর থানার বারাবনি বিধান সভার দুটি ও কুলটি থানার কুলটি বিধান সভার একটি জায়গায় মঙ্গলবার রাতে আবগারি দপ্তরের আসান ও বরাকর রেঞ্জ যৌথভাবে হানা দেয়। সেই হানায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৭৫ বোতল মদ বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর। গ্রেফতার করা হয় একজনকে।


জানা গেছে, আবগারি দপ্তরের বরাকর রেঞ্জের ওসি আবু তাহের শেখের নেতৃত্বে মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয় সালানপুর থানার দেন্দুয়া মোড় ও জেমারি এবং কুলটি থানার ৪ পয়েন্ট এলাকায়। বাজেয়াপ্ত হওয়া মধ্যে রয়েছে ৫৫ বোতল বিদেশি মদ, ৬৫ বোতল দেশী মদ ও ২৫৫ বোতল বিয়ার। এইভাবে বেআইনি ভাবে মদ মজুত করে রাখার জন্য এজনকে গ্রেফতার করা হয়েছে বলে আবগারি দপ্তরের ওসি জানান।

Leave a Reply