ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোলের বারাবনি থানা বিপুল টাকা উদ্ধার করল

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি থানা আজ সকাল থেকেই পানুরিয়া রুনাকুরা খাট বাংলা ঝারখন্ড বর্ডার কাছ থেকেই একটা টাটা ইন্ডিকা গাড়ি চারচাকা তল্লাশি করার সময় ওর ভেতর থেকে নগদ ষোল থেকে 17 লাখ টাকা মত উদ্ধার করে বারাবনি থানা চেকপোস্ট তারপরে গোটা হয়েছে যায় ঘটনাস্থলে বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারি অরিন্দম মন্ডল ঘটনাস্থলে আসেন জানা গেছে যে গাড়িটি আসছিল টাটা ইন্ডিকা গুড্ডা ঝারখান্ড থেকে কলকাতা। এরা কলকাতা থেকে লোহার বিভিন্ন সামগ্রী ব্যবসা করে টাকা সঙ্গে নিয়ে আসছিল এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে দুজন ড্রাইভার একজন মালিক এমডি নাসিম নাম গুড্ডার বাসিন্দা।

উল্লেখ্য় উপনির্বাচন কে কেন্দ্র করে আসনসোলের ২১ টি নাকা চেকিং চলছে। যেখানে পুলিশ ও নির্বাচন কমিশনের টিম সব সব সময় তল্লাশী চালাছে। এর আগেও আসনসোলে বিভিন্ন এলাকায়া টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এতো বিপুল অংকের টাকা প্রথম উদ্ধার হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *