বয়স্ক মানুষদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হলো
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান আসানসোল লোকসভা উপনির্বাচনে বার্নপুরের নবঘন্টিতে বয়স্ক মানুষদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হলো।শুক্রবার নির্বাচন কমিশনের লোকজন এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভোট গ্রহণ করা হয়েছে।প্রসঙ্গত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে সমস্ত বয়স্ক মানুষেরা বুথে ভোট দিতে আসতে পারবেন না তাঁদের জন্য বিশেষ ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।




তাই এদিন নির্বাচন কমিশনের উদ্যোগে বার্নপুরের নবঘন্টি এলাকায় 18 টি বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে।