ASANSOL

আসানসোলের রেলপার এলাকায় প্রচার বিজেপি ও কংগ্রেস প্রার্থীর

বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ এপ্রিলঃ আসানসোল লোকসভা উপনির্বাচনে আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্র সব বিরোধী দলের পাখির চোখ। শুক্রবার বিকেলে সেই আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রের রেলপার এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও ২৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি পদ্ম প্রার্থী পায়ে হেঁটে এলাকা ঘোরেন।


একইভাবে এদিন সন্ধ্যায় এই রেলপার এলাকায় হুড খোলা গাড়িতে রোডশো করেন কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। তার সঙ্গে ছিলেন ২৫ নং ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর এস এম মুস্তফা। উল্লেখ্য, এই রেলপার এলাকায় সদ্য শেষ হওয়া আসানসোল পুরনিগম নির্বাচনে দুটি করে ওয়ার্ড জিতেছে কংগ্রেস ও বিজেপি।

Leave a Reply