DLSA : প্লাস্টিক দূষণ মুক্ত করতে মাইথনে সচেতনতা শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-মাইথনের সুন্দর পর্যটন কেন্দ্র কে প্লাস্টিক দূষণ মুক্ত করতে এবার উদ্যোগ নিলেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি অফ পশ্চিম বর্ধমান ক্রিমিনাল কোর্ট।এদিন বাংলা ঝাড়খণ্ড সীমানায় মাইথন মজুমদার নিবাস সংলগ্ন জলাধারের সামনেই একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
যেখানে মুখ্যরূপে উপস্থিত হন জাস্টিস হাইকোর্ট তথা ইনচার্জ পশ্চিম বর্ধমান রাজশ্রী ভরদ্বাজ সহ ডিস্ট্রিক্ট কমার্শিয়াল কোর্ট বিচারপতি সৌরভ ভট্টাচার্য,সিভিল জর্জ জুনিয়ার ডিভিশন থার্ড কোর্ট নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং লীনা লাম্বা সেক্রেটারি অফ ডিএলএসএ,আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম,এ সিপি কুলটি সুকান্ত ব্যানার্জী, সালানপুর থানার ইনচার্জ অমিত হাতি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জল সাহা, ডিভিসি পি.আর.ও অপূর্ব সাহা,পলিউশন বিভাগের সুবীর মন্ডল,ডি.এস.ডাবলু.ও অসীম রায়,সমাজসেবী মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।
যেই শিবিরে অতিথিরা সবাই আলোচনা করেন কি ভাবে মাইথনের মত সুন্দর একটা পরিবেশকে দূষণ মুক্ত করা যায়।এই প্রসঙ্গে জাস্টিস অনারেবল হাইকোর্ট তথা ইনচার্জ পশ্চিম বর্ধমান রাজশ্রী ভরদ্বাজ বলেন যে পরিবেশ সুরক্ষা করতে হলে আগে নিজেদের সচেতন হতে হবে,প্লাস্টিক বর্জন করতে হলে সাধারণ মানুষদের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে যে প্লাস্টিক দিয়ে সবার কি ক্ষতি হয়।
এই প্রসঙ্গে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন সবার প্রথম একটা টিম গঠন করে সকল মানুষকে সচেতন করতে হবে এবং পুলিশের তরফে যতটা সম্ভব সাধারণ মানুষকে সচেতন করার পুলিশ তা করবে।