শত্রুঘ্ন সিনহার সমর্থনে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের মিছিল
বেঙ্গল মিরর সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, ,আসানসোল, : আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের শাখা সংগঠনগুলোর প্রচারের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক গুণ।সেই রেশ বজায় রেখে শুক্রবার আসানসোল তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে আগামী লোকসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে শুরু করে বিএনআর মোড় পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয়। ওই মিছিলে প্রায় শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে স্লোগান দেওয়ার পর মধ্যেই পেট্রোল, ডিজেল, চাল ডাল, তেল, ভোজ্যপন্ন, গ্যাস থেকে শুরু করে আনাজ সবজি প্রত্যেকটি জিনিসের অগ্নিমূল্য সহ কর্মসংস্থান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারিকরণ প্রকৃতি বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আইনজীবীদের পক্ষ থেকে দেবরাজ মিশ্র বলেন যে,” আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচন কে লক্ষ্য করে আমরা তৃণমূল কংগ্রেস লিগাল ছেলের পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা এই মিছিল সংঘটিত করলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আমরা প্রচার করছি এবং লিফলেট বিলি করছি। আগামী ১২ ই এপ্রিল ৪ নং বোতাম টিপে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার এবং ২০২৪ – এ দিদিকে প্রধানমন্ত্রী করার স্বপ্নকে বাস্তবায়িত করার আহ্বান জানাচ্ছি । এর আভাস মানুষ নির্বাচনের দিন দেবে এবং ১৬ ই এপ্রিল গণনার দিন দেখতে অবশ্যই দেখতে পাওয়া যাবে।” তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের ওই মিছিলে উপস্থিত ছিলেন অয়নজিৎ ব্যানার্জি, তাপস উকিল, প্রমোদ সিং, অভিজিৎ রায় ,দেবরাজ মিশ্র, দেবশ্রী মজুমদার, মিতা মজুমদার সহ আরো অন্যান্য আইনজীবী সেলের সদস্যবৃন্দ।