রানীগঞ্জে অভিনব প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে ভোট প্রচার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ: রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডে অভিনব প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে সম্পন্ন হলো শত্রুঘ্ন সিনহা ভোট প্রচার পর্ব। শনিবার তারা তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর শক্তিপদ রুইদাস এর নেতৃত্বে এলাকারই অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জ্বালানি গ্যাসের সিলিন্ডার কে সঙ্গে রেখে দ্রব্যমূল্য ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পুঁজিপতিদের তাবেদারী করে গ্যাস ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করেই চলেছে বলে দাবি করে তারা বিস্তীর্ণ এলাকায় পথ পরিক্রমা করে বিক্ষোবে সামিল হলেন,




এদিন কুমার বাজার, হিল বস্তির, নতুন বস্তি, রাজোয়ার পাড়া, মুড়াপাড়া, মুচিপাড়া গড়াই পাড়া সহ বিস্তীর্ণ অংশ পরিক্রমা করে গ্যাসের মূল্য বৃদ্ধি কেন হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কেন করছে কেন্দ্রীয় সরকার এই দাবি করে তারা মাথায় করে গ্যাস সিলিন্ডার সঙ্গে নিয়ে বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। তৃণমূল নেতৃত্বের দাবি একমাত্র শত্রুঘ্ন সিনহা পারেন কেন্দ্রের মোদি সরকারের মুখের ওপর জবাব দিতে, তাই তৃণমূল নেতৃত্বকে আরো মজবুত করার লক্ষ্যে শত্রুঘ্ন সিনহা কে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন তারা।