ASANSOL

ভোটকর্মীরা রওনা হলেন, ২১০২ টি বুথ, ১৭.৩৬ লক্ষ ভোটার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আগামী ১২ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য, শুক্রবার আট হাজারেরও বেশি পোলিং কর্মী এবং আট হাজারেরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিভিন্ন ২১০২ বুথে রওনা হয়েছে। আসানসোল পলিটেকনিক কলেজ, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও রানিগঞ্জ এসকেএস পাবলিক স্কুল ডিসিআরসি কেন্দ্রে সকাল থেকেই ছিল মেলার মতো দৃশ্য। সকাল থেকেই ভোট গ্রহণের উপকরণ ও ইভিএম সংগ্রহ করতে আসেন ভোটকর্মীরা। নির্ধারিত কাউন্টার থেকে সামগ্রী নেওয়ার পর তা যাচাই-বাছাই শেষে পুলিশ টিমের সঙ্গে ট্যাগ করে বুথের দিকে রওনা হন ভোটকর্মীরা।

আসানসোল পলিটেকনিক কলেজ ডিসিআরসি কেন্দ্র থেকে জামুরিয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্র, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি এবং এসকেএস পাবলিক স্কুল, রানিগঞ্জ থেকে রানিগঞ্জ এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। প্রতিটি বুথে একজন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ চারজন থাকবেন। মোট ১০ হাজারের বেশি ভোটকর্মী নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এতে রিজার্ভ কর্মী রাখা হয়েছে। উল্লেখ্য, ১০২৭ টি ভোটকেন্দ্র চত্বরে ১৮৭৮ টি ভোট প্রধান বুথ এবং ২২৪ টি সহায়ক বুথ সহ মোট ২১০২ টি বুথ স্থাপন করা হয়েছে।

Leave a Reply