ASANSOL

আসানসোলে অসুস্থ ৫ ভোট কর্মী, জেলা হাসপাতালে ভর্তি ২ , ৬০ জন পেলেন না পোষ্টাল ব্যালট

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ এপ্রিলঃ ভোটের মতই উত্তপ্ত ছিল আসানসোলের তাপমাত্রা। ৪২ ডিগ্রী তাপমাত্রায় প্রচন্ড গরমের মধ্যেই সোমবার সকাল থেকে আসানসোল ও রানিগঞ্জের তিনটি ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে বুথ মুখী হন । তার মধ্যে পাঁচজন ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনজনকে প্রাথমিক চিকিৎসা করেছে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে ।



আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি সেন্টার এদিন সকালে এসে অসুস্থ হয়ে পড়েন পুলক রক্ষিত নামে এক ভোট কর্মী। কমিশনের তরফে ডিসিআরসি তৈরী করা মেডিক্যাল ক্যাম্পে থাকা আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা করেন। পরে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। ডিসিআরসি সেন্টার থেকে বুথে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ভোলানাথ কর্মকার নামে আরো এক ভোট কর্মী । তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।


এদিকে ৬০ জনের মতো ভোটকর্মীর অভিযোগ করেন তাদের প্রশিক্ষণ হয়েছে। ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাদের পোস্টাল ব্যালট দেওয়া হয়নি। অর্থ্যাৎ তারা ভোট দিতে পারবেন না। ভোটকর্মী হওয়ায় এই ভোট কর্মীরা বুথেও ভোট দিতে পারবেন না। সঞ্জয় মাজি নামক এক ভোট কর্মী বলেন, এবার আমরা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হলাম। পাশাপাশি ভোটের দায়িত্বের জন্য যে টাকা দেওয়া হয় তাও আমরা পাইনি। এই নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *