ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

অগ্নিমিত্রা পালের উপরে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, উত্তপ্ত বারাবনি

রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: ভোটের সময় দু ঘন্টা পার হতে না হতেই উত্তপ্ত হলো আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবনি বিধান সভা কেন্দ্র। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তার গাড়ির উপর লাঠি ও ডান্ডা নিয়ে মেরে ভাঙ্গার চেষ্টা করে বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আশপাশে রাজ্য পুলিশকে দেখা যায় নি বলে অভিযোগ। অগ্নিমিত্রা পালের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোন মতে পরিস্থিতি সামাল দেন। সেই হামলায় প্রার্থীর এক নিরাপত্তা রক্ষী সামান্য আহত হয়। তাদের একটি গাড়ির কাঁচ ভেঙেছে বলে অভিযোগ।


জানা গেছে,  এদিন সকাল সাড়ে নটার পরে  জামগ্রামের কাপিষ্টার ১৭৫ নং বুথ সংলগ্ন এলাকায় যখন অগ্নিমিত্রা গাড়ি নিয়ে পৌঁছান, তখন বেশ কয়েকজন তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করে। নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে তাদেরকে সরানোর চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শুরু হয়ে যায় বচসা ও ধস্তাধস্তি। তখন শুরু হয় গন্ডগোল।

Leave a Reply