ASANSOLRANIGANJ-JAMURIA

কাঠগড়ায় শাসক দল, জামুড়িয়ার বুথে ভোটারদের দেওয়া হলো নকুলদানা, বাতাসা ও জল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ এপ্রিলঃ আসানসোল লোকসভা উপনির্বাচনে বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম দিকে দিন কয়েক প্রচার করার পরে অসুস্থ হয়ে অনুব্রত মণ্ডল কলকাতার হাসপাতালে ভর্তি। শেষ দিকের প্রচারে তাকে আসানসোলে আর পাওয়া যায় নি।

মঙ্গলবার আসানসোল উপনির্বাচনের দিন অনুব্রত মণ্ডল উপস্থিত না থাকলেও অনুব্রত মণ্ডলের দাওয়াই নকুলদানা ও বাতাসা ও জল দেওয়া হলো আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া অভিনাশ প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে।


স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের নেতা অনুব্রত মণ্ডল না থাকলেও তার দাওয়াই নকুলদানা ও বাতাসা আমরা ভোটারদেরকে দিচ্ছি।। কারণ আসানসোল শিল্পাঞ্চল এলাকায় গ্রীষ্মের গরম ও দাবদাহের মধ্যে ভোট দিতে বেরিয়ে কেউ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তারজন্য এই ব্যবস্থা। তাই সুন্দর ভোট হওয়ার পাশাপাশি মানুষকে সুস্থ থাকতে নকুলদানা ও বাতাসার সঙ্গে জল দেওয়া হচ্ছে। তীব্র গরমে নকুলদানা ও বাতাসার সঙ্গে জল পেয়ে খুশি ভোটাররাও।
বিজেপির তরফে এটাকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply