ASANSOL

পুর ভোটের প্রসঙ্গ তুলে কটাক্ষ, স্ট্রং রুমে ব্যবস্থা খতিয়ে দেখলেন বিজেপি প্রার্থী

অপেক্ষা ফলের, নীল ষষ্ঠীর সকালে চন্দ্রচূড় মন্দিরে অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ এপ্রিলঃ আসানসোল লোকসভা উপনির্বাচন হয়েছে মঙ্গলবার। ইভিএম রাখার জন্য স্ট্রং রুম করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। মঙ্গলবার রাতেই আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধান সভা কেন্দ্রের ২১০২ টি বুথের ইভিএম ডিসিআরসি হয়ে সেই স্ট্রং রুমে চলে আসে। আপাততঃ আগামী তিনদিন অর্থাৎ ১৬ এপ্রিল সকালে গণনা শুরু না হওয়া পর্যন্ত ইভিএম সেই স্ট্রং রুমেই থাকবে। এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজই গণনা কেন্দ্র। এরজন্য গোটা ইঞ্জিনিয়ারিং কলেজকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই স্ট্রং রুমে। চলছে সিসি ক্যামেরায় নজরদারিও।


বুধবার সকালে এই স্ট্রং রুমে আসেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সিসি ক্যামেরার মাধ্যমে গোটা ব্যবস্থা তিনি খতিয়ে দেখেন। কথা বলেন, সেখানে থাকা দলের কর্মীদের সঙ্গেও। পরে তিনি বলেন, আমরা তো জানি আসানসোল পুরনিগম নির্বাচনের সময় গণনার আগের দিন স্ট্রং রুমে কি হয়েছিল। দু’ঘন্টা সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের শাসক দলের কথায় তা করা হয়েছিলো। এখানে অবশ্য সেটা করা যাবে না কারণ এটা জাতীয় নির্বাচন কমিশন করছে। আর পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবুও এলাম দেখলাম। সব ঠিক আছে। কথা বললাম এখানে থাকা দলের কার্যকর্তাদের সঙ্গে।


তিনি আরো বলেন, ৬৮ শতাংশের মতো ভোট পড়েছে। শাসক দলের ভয় ও সন্ত্রাসকে উপেক্ষা করে যে আসানসোলের এত মানুষ যে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন তারজন্য আমি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দলের কর্মী, রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ জ্যোর্তিম্ময় সিং মাহাতো, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সহ সবাইকে যারা আমার সঙ্গে ছিলেন। বিজেপি প্রার্থীর দাবি, তিনি জিতছেন। তার দাবি, প্রথম থেকে ২০০ শতাংশ ” এফোর্ট ” দিয়েছি। শেষ পর্যন্ত ২০০ শতাংশই ” এফোর্ট ” দিয়ে যাবো। নিশ্চিত আমি জিতছি।

আপাততঃ নির্বাচন শেষ। এবার অপেক্ষা ফলাফলের। তার জন্য অপেক্ষা ১৬ এপ্রিল পর্যন্ত।
ভোটের পরের দিন বুধবার ছিলো নীল ষষ্ঠী। তাই এদিন সকাল সকাল আসানসোলে ২ নং জাতীয় সড়ক লাগোয়া চন্দ্রচূড় মন্দিরে যান আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি প্রার্থী এদিন মন্দিরে অন্য পূর্ণ্যার্থীদের সঙ্গে নীল ষষ্ঠীর পূজোও দেন।
পরে তিনি বলেন, কাল ভোট পর্ব মিটেছে। আজ নীল ষষ্ঠী। আসানসোলেই আছি। তাই এই মন্দিরে পুজো দিতে এলাম। মহাদেবের কাছে পুজো দিলাম ও সন্তানদের মঙ্গল কামনা করলাম। আর প্রার্থনা করলাম যাতে সবাই সুখে শান্তিতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *