BARABANI-SALANPUR-CHITTARANJAN

লোকসভা উপনির্বাচনের ফলাফলে সালানপুর ব্লকের ১১ টি পঞ্চায়েতের মধ্যে জিৎপুর পঞ্চায়েত সবার উর্দ্ধে

বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল :-আসানসোল লোকসভাউপ নির্বাচন এর দিন ধার্য হয়েছিল ১২ এপ্রিল এবং যার ফল ঘোষণা হয়েছিল ১৬ এপ্রিল
আর এই ফলাফলে সালানপুর ব্লকের এর মধ্যে রয়েছে ১১ টি পঞ্চায়েত যেগুলি হল রূপনারায়নপুর,আছড়া,
আল্লাডি,সামডি,উত্তরামপুরজিৎপুর,কল্যা,ফুলবেরিয়া, জেমারী,এথরা,দেন্দুয়া,সালানপুর ।এই এগারোটি পঞ্চায়েতের বুথ ফলাফল আসার পরে জানাজায় যে একমাত্র জিৎপুর পঞ্চায়েত সব পঞ্চায়েতের থেকে এগিয়ে রয়েছে ।এই পঞ্চায়েত অন্যন্য পঞ্চায়েতের তুলনায় মোট 4038 ভোটে এগিয়ে।

এপ্রসঙ্গে জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী জানান
আসানসোল লোকসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয় হয়েছে।তবে এই জয় জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রতিটি মানুষের জয় ।বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় এর জয় ।তিনি বলেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গুলি উন্নয়ন মূলক প্রকল্পের জন্য মানুষজন আশীর্বাদ দিয়েছেন।এই এলাকায় আরো উন্নয়ন বৃদ্ধি পাবে।তিনি বলেন জিৎপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা যেভাবে একত্রিত ভাবে খেটেছে তার প্রমান হলো জিৎপুর পঞ্চায়েতের এই রেজাল্ট।তিনি এলাকার সকল নাগরিক দের ধন্যবাদ দেওয়ার সাথে সাথে ধন্যবাদ জানিয়েছেন যুবনেতা মুকুল উপাধ্যায় মহাশয় ওসালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং মহাশয় কেও ।ফলাফল ঘোষণা হবার পরে সকলে আবির খেলে একে অপরকে মিষ্টি মুখ করানো হয় ।এদিন উপস্থিত ছিলেন তৃণমূল প্রদীপ পন্ডিত, বলাই বাদ্যকর,প্রীতম হালদার, উত্তম দাস,গৌতম দাস,শিবু দাস সহ আরো অনেকে।

Leave a Reply