RANIGANJ-JAMURIA

ট্রেনের চাপতে গিয়ে প্ল্যাটফর্ম থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে মৃত্যু

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ইস্টার্ন রেলওয়ের, আসানসোল রেল ডিভিশনের রানীগঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে বৃহস্পতিবার সকাল 5:40 নাগাদ আসানসোল অভিমুখে যাওয়া লোকাল ট্রেনের চাপতে গিয়ে প্ল্যাটফর্ম থেকে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের, বোকারো জেলার, নওয়াডি থানা এলাকার মঙ্গর অঞ্চলের গঞ্জর ডিহি গ্রামের বছর বাহাত্তরের মোঃ মুক্তার নামের এক প্রৌঢ়র।

জানা গেছে এদিন তিনি রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডে নবীনগর এলাকায় নিজের মেয়ে জামাইয়ের বাড়ি থেকে দেশের বাড়ি ফিরছিলেন সেই সময়ই প্রবীণ সদস্য লোকাল ট্রেনের চাপার সময় পা পিছলে পড়ে যান ট্রেনের নিচে, ঘটনার বিষয়ে লক্ষ্য করে তড়িঘড়ি ঘটনাস্থলে রেলের আধিকারিক ও অন্যান্য রেলকর্মীরা পৌঁছে বৃদ্ধ ওই ব্যক্তিকে দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করে রানীগঞ্জের আলু গড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই ওই দেহটি রানীগঞ্জ থানার পুলিশ করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এদিকে এই বৃদ্ধের মৃত্যুর খবরে শোকের ছায়া লক্ষ্য করা যায় এলাকায়।

Leave a Reply