চার চাকা গাড়ি সহ তিন যুবক গ্রেফতার, উদ্ধার হল আটটি ছাগল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : কাঁকসা থানার মলানদিঘি আউটপোস্ট এর পুলিশ শুক্রবার সকালে ছাগল সন্দেহে আড়া মোড় থেকে একটি চার চাকার বিলাসবহুল গাড়ি সহ তিন যুবককে গ্রেফতার করল, তাদের সাথে উদ্ধার করা হল আটটি ছাগল। জানা গেছে ধৃত ওই তিন যুবক বীরভূমের ইলামবাজার থেকে একটি বিলাসবহুল চার চাকার গাড়িতে করে ছাগল নিয়ে যাচ্ছিল চম্পট দিচ্ছিল। বিষয়টি লক্ষ্য করে বেশ কিছু জনের সন্দেহ হয় তারাই পুলিশকে খবর দিলে মলানদিঘি ফাঁড়ির পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে আটটি ছাগল সমেত ওই তিন তিন যুবককে আটক করে ।
পুলিশ সূত্রের খবর এই ছাগলগুলি ইলামবাজার এলাকা থেকে চুরি করে ধানবাদের উদ্দেশ্যে পাচার করার মতলব ফেলেছিল ওই যুবকেরা তবে তারি মাঝে পুলিশের বিশেষ নজরদারি দল খবর পেয়ে। ওই ছাগল চুরির বিষয়টি মলানদিঘি ফাঁড়ির পুলিশ কে জানান দিলেই তারা অতর্কিতে অভিযান চালিয়ে আড়া মোড়ে গাড়িটিকে ধরে ফেলে। দেখা যায় গাড়ির মধ্যে বেশকিছু খাদ্যসামগ্রী রেখে তারা ছাগল চুরি করার চক্র চালাচ্ছিল, এদিন তারা বীরভূমের বেশ কয়েকটি অংশ থেকেই ওই ছাগলগুলি চুরি করে ধানবাদ এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলেই জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই তিন যুবক ধানবাদ এলাকার বাসিন্দা। আদেও এই ঘটনা কিভাবে ওই যুবকেরা ঘটিয়েছে ও আর কোন কোন এলাকায় চুরি সঙ্গে তারা যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে জোর খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।