ASANSOL

BJYM জেলা সভাপতিদের নাম ঘোষণা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : BJYM জেলা সভাপতিদের নাম ঘোষণা, আসানসোলের রাশ এবার সন্তোষের হাতে। ভারতীয় জনতার যুব মোর্চার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য BJYM সভাপতি ইন্দ্রনীল খান রাজ্যের যুব মোর্চার ৩০ জন জেলা সভাপতির একটি তালিকা প্রকাশ করেছেন। আসানসোল জেলা সভাপতি করা হয়েছে সন্তোষ মুখার্জীকে।

দেখুন তালিকা

Leave a Reply