ASANSOL

আসানসোলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শত্রুঘ্ন সিনহা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ মেঃ ( Asansol News Live Today )বিশ্বজুড়ে মঙ্গলবার পালিত হলো মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব খুশির ঈদ বা ঈদ উল ফিতর৷ এক মাসের কৃচ্ছসাধন বা রোজা পালনের পর চাঁদ দেখার মাধ্যমে পালিত হয় এই খুশির ঈদ৷ যা নিয়ে আসে খুশি ও সম্প্রীতির বার্তা৷ এদিন সেই সম্প্রীতির বার্তা দিতেই আসানসোলের ঈদগাহতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পূর্ত ও আইন মন্ত্রী মলয় ঘটক ( Moloy Ghatak ) ৷ ঈদের নামাজ পাঠ তথা প্রার্থনা পর্বের শেষে উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর পাশাপাশি রাজ্যের মানুষদেরও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক।এদিন বিকেলে ঈদের শুভেচ্ছা জানাতে আসানসোল উত্তর বিধান সভা বিভিন্ন ঈদগাতে যান সদ্য নির্বাচিত হওয়া আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ( Shatrughan Sinha ) । তিনি আসানসোলের এসবি গরাই রোডের চেলিডাঙার জামা মসজিদে ঈদ মিলনের শুভেচ্ছা জানাতে আসেন।



এদিন আসানসোল ঈদগায় অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, কলকাতাকে বলা হয় সিটি অব জয়। আর আসানসোলকে বলা হয় ভ্রাতৃত্বের শহর। কারণ সব ধর্ম ও ধর্মের মা্নুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে। তারা একে অপরের উৎসবে অংশগ্রহণ করেন।তিনি আরো বলেন, ইদগাহ স্কুলে একটি কারিগরি কলেজ স্থাপনের জন্য ইদগাহ কমিটির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। নির্বাচনের কারণে এ কাজ এখন পর্যন্ত শেষ করা যায়নি। তবে এখন সব নির্বাচন শেষ হয়েছে। দ্রুত এই কারিগরি কলেজের চাহিদাও পূরণ করা হবে আশ্বস্ত করেন মন্ত্রী।


এদিন মন্ত্রী ও সাংসদের সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। এদিন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, অন্যান্য পুর কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা এলাকায় এলাকায় নিজেদের মতো করে ঈদের উৎসবে অংশ নেন। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাও সন্ধ্যায় পাণ্ডবেশ্বর বিধানসভায় ঈদের অনুষ্ঠানে যোগ দেন, এখানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিয়ুসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, ব্লক সভাপতি সুদীপ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখান থেকে অন্ডাল বিমানবন্দর থেকে মুম্বাই রওয়না দেন সাংসদ। বিমানবন্দরে ওনাকে রাজ্য় তৃণমূল সম্পাদক ভি শিব দাসান দাসু, বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী আইএনটিটিয়ুসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক সম্মানিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *