আসানসোলে অক্ষয়তৃতীয়াতে গয়না কিনতে গিয়ে ঘটনা : গ্রাহকের বেশি দেওয়া লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজীর দোকান মালিকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : সততা যে এখনো হারিয়ে যায়নি তার আবারও একটি প্রমান পাওয়া গেলো আসানসোল শহরে। অক্ষয়তৃতীয়ায় সোনার গয়না কিনতে এতে ভুল করে বেশি দিয়ে যাওয়া এক লক্ষ টাকা গ্রাহককে ফিরিয়ে দিয়ে এক নজীর গড়লেন আসানসোলের জিটি রোডের বড় বাজারের ” ঘাঁটি জুয়েলস্ ” নামে গয়নার দোকানের মালিক সুব্রত ওরফে মিঠু ঘাঁটি। বুধবারই আসানসোল শহরের বাসিন্দা ঐ গ্রাহককে ডেকে পাঠিয়ে টাকা দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার অক্ষয়তৃতীয়ার সন্ধ্যায় আসানসোল বাজারের জিটি রোডের হটন রোড মোড় সংলগ্ন একটি গয়নার দোকানে আসেন এক মহিলা। কিছুক্ষুনের মধ্যে তিনি গয়না কিনে চলে যায়। রাতে দোকান বন্ধ করার পরে অন্য দিনের মতো ক্যাশ মেলাতে গিয়ে মালিক সুব্রত ওরফে মিঠু ঘাঁটি দেখতে পান, যা বিক্রি হয়েছে তার সঙ্গে ক্যাশ মিলছে না। সেখানে অতিরিক্ত ১ লক্ষ টাকা রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত সব কর্মীকে নিয়ে সবকিছু মিলিয়ে দেখি। কোথাও কোন গন্ডগোল রয়েছে কিনা। কিন্তু হিসাব মেলাতে পারিনি। রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকালে দোকানে লাগোনো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করি। তখন দেখি সন্ধ্যায় এক মহিলা গ্রাহক দোকানে আসেন। তিনি ১ লক্ষ ৪৩ হাজার টাকার গয়না কেনেন। তিনি দেড় লক্ষ টাকার বদলে আড়াই লক্ষ টাকা ক্যাশে দেন। তাকে তখন ৭ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছিলো। তিনি বলেন, এদিন সকালে ঐ গ্রাহককে ফোনে যোগাযোগ করি। তাকে সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে গোটা বিষয়টি জানাই। বেশি দেওয়া টাকা তাকে ফিরিয়ে নিতে যেতে বলি।
টাকা ফিরে পেয়ে দোকান মালিককে ধন্যবাদ জানান ওই গ্রাহক।