RANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বোমা উদ্ধার, করা হলো ডিসপোজাল

বেঙ্গল মিরর ,জামুড়িয়া:- পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় উদ্ধার হওয়া তিনটি সকেট বোমা কে নিষ্ক্রিয় করল সিআইডি বোম ডিসপোজাল দল। জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা এলাকায় একটি ফাঁকা মাঠে এই বোমা গুলো কে নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে খবর কয়েক দিন আগে 60 নম্বর জাতীয় সড়ক লাগোয়া কেন্দা গ্রাম প্রতীক্ষালয় পিছনে একটি প্যাকেট রাখা ছিল এবং গুলি।

গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ সেই তিনটি সকেট বোমা কে উদ্ধার করেন। বুধবার আসানসোল পুলিশ কমিশনারেটের আধিকারিক ও ফায়ার ব্রিগেডের উপস্থিতিতে বোম ডিসপোজাল দল সেগুলো নিস্ক্রিয় করে। ভোটের আগে এই ধরনের বোম পাওয়ার ফলে রাজনৈতিক মহলে এক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।। তবে বোমা গুলি কে রেখেছিলো বাকি উদ্দেশ্যে রেখেছিল সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কিছু উদ্ধার করতে পারেনি।।

Leave a Reply