রাস্তায় হাঁড়ি কলসি রেখে জলের দাবিতে পথ অবরোধ
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জিঃ- রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নুপুর আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে জলের সমস্যা। ভোট আসে ভোট যায়, শুধু প্রতিশ্রুতি পায় তারা, মেলেনা জল। বারবার রাস্তা অবরোধ করা পঞ্চায়েত মেম্বারযে জানানো সত্ত্বেও পায়না তারা জল।
চারটি মাত্র চাপা কল আছে তাও আবার খারাপ হয়ে পরে রয়েছে। সেই কারণেই তারা বুধবার সকাল এগারোটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তার মাঝে খালি কলসি বালটি রেখে , রাস্তা বন্ধ করে রাখে, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর পঞ্চায়েত মেম্বার , বল্লভপুর পুরগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান , সিধান মণ্ডল গ্রামবাসীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে , তারপর সিধান মণ্ডল তাদেরকে জলের ব্যবস্থা করার আশ্বাস দেয়। তারপর উঠে যায় রাস্তা অবরোধ।।