ASANSOL

চাইল্ড রাইট সংস্থার পক্ষ থেকে আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চাইল্ড রাইট ( Child Rights ) সংস্থার পক্ষ থেকে শুক্রবার আসানসোল জেলা আদালত সংলগ্ন বার অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।যেই শিবিরের উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিগণ ও আসানসোল আদালতের আইনজীবীরা।মূলত চাইল্ড রাইট সংস্থাটি শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে।যেরকম হলো বাবা মা বিবাহ বিচ্ছেদের পরে কেমন পরিস্থিতি শিশুদের। তাদের মানসিক অবস্থা কেমন থাকে সেই মুহূর্তে।বাবা বা মায়ের থেকে সরিয়ে রাখলে শিশুদের উপর কি প্রভাব পড়ে।চাইল্ড রাইটস শিশুদের নিয়ে সংস্থা। তারা বিভিন্ন ধরনের শিশুদের নিয়ে কাজ করে।


আয়ুষ্মান চাইল্ড রাইটসের সম্পাদক অরিজিৎ মিত্র জানান চাইল্ড রাইটস বিশেষ করে শিশুদের উপরে কাজ করে । পাশাপাশি সচেতনতা মূলক অনুষ্ঠান করে তারা । পাশাপাশি আসানসোল আদালতের আইনজীবী রা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । বিশেষ করে এই অনুষ্ঠানটি আইনজীবীদের জন্যে করা হয়েছে।যখন শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের মামলা আসছে । সেই সময় শিশুদের নিয়ে ভাবুন।যখন আপনার আদালতের বলছেন তখন শিশুদের অধিকার শিশুদের কল্যাণ ও বিকাশের জন্যে যেনো মা এবং বাবার সাথে রাখা যায় সেই বিবেচনা করুন।

Leave a Reply