ASANSOL

রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারপার্সন হলেন ভি. শিবদাসন দাসু

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের সিনিয়র তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল সম্পাদক ভি. শিবদাসন দাসু রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন৷ রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে এই দায়িত্ব পাওয়ার খবর পাওয়ার পরে সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নতুন এই দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

file photo

ভি. শিবদাসন দাসু এবং কলকাতার নেত্রী মালা সাহাকে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের কমিটিতে ভাইস চেয়ারপার্সন করা হয়েছে। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও রয়েছেন এই কমিটিতে। উল্লেখ্য, ভি. শিবদাসন দাসু এর আগেও RTA বোর্ডের সদস্যের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর থেকে তিনি কোনো প্রশাসনিক দায়িত্ব পাননি। সরকার গঠনের ১১ বছর পূর্ণ হওয়ায় এই সুখবর পেলেন তিনি।

এই বিষয়ে ভি. শিবদাসন দাসু বলেন যে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য, ভি. শিবদাসন দাসু তৃণমূল কংগ্রেসের পুরনো নেতাদের মধ্যে একজন। তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বামফ্রন্টের শাসনকালে প্রতিকূল পরিস্থিতিতেও শিল্পাঞ্চলে তৃণমূলের পতাকা তুলেছিলেন তিনি। তিনি তিনবার বিধানসভা নির্বাচনে টিকিটও পেয়েছিলেন, কিন্তু নির্বাচনে জিততে পারেননি। এরপর তিনি সাংগঠনিক দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন। এখন তাকে সরকারি কমিটিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *