চিকিৎসকের ঘরে চুরি, নগদ,গয়না,স্কুটার নিয়ে চম্পট চোরের দল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার অন্তর্গত বন জেমারীতে চিকিৎসকের ঘরে চুরির ঘটনায় এলাকায় সৃষ্টি হলো চোরের ভয়।বনজেমারী অঞ্চলের চিকিৎসক তানিক প্রাসাদ চৌহানের একমাস ধরে বন্ধ থাকা ঘরে তালা ভেঙ্গে চুরি হলো নগদ তিরিশ হাজার টাকা ও ষাট হাজার টাকার গয়না এবং একটি স্কুটার।বুধবার বাড়ি ফেরত এসে তিনি দেখেন বাড়ির দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে,বাড়ির ভিতরে জিনিস পত্র এলোমেলো করে রাখা এবং স্কুটারটিও নেই।খবর দেওয়া হয় সালানপুর থানায় পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।জিজ্ঞাসাবাদ করা হয় আশেপাশের স্থানীয়দের।
জানা যায় যে তানিক বাবু পরিবারকে সঙ্গে নিয়ে দেশের বাড়ি বিহার গিয়েছিলেন এক মাস আগে।সেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা চুরি করেছে বলে মনে করছেন তানিক বাবু।তিনি জানান যে মঙ্গলবার তার এক প্রতিবেশী তাকে ফোন করে জানান যে তার বাড়ির তালা খোলা রয়েছে।তিনি বুধবার সকালে এসে দেখেন তার বাড়িতে চুরি হয়েছে।এই চুরির ঘটনা প্রসঙ্গে সালানপুর থানায় লিখিত অভিযোগও করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ।