KULTI-BARAKAR

বরাকরের ব্যবসায়ীর ১২ লক্ষ টাকা ছিনতাই মিহিজামে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায় :কুলটি থানার বরাকরের মুদিখানার এক পাইকারি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকা বৃহস্পতিবার দুপুরে ছিনতাই হয় মিহিজাম থানার বোদমার কাছে। ছিনতাইকারীরা তার গাড়ির চাবি এবং দুটি মোবাইল নিয়ে পালায় এবং এক রাউন্ড শূন্যে গুলি চালায়। জানা গেছে বরাকরের ওই ব্যবসায়ীর নাম নিতেশ সুয়াসারিয়া। তিনি জমতারায় নিয়মিত জিনিসপত্র সরবরাহ করেন বিভিন্ন বড় দোকানে। সেখান থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ১২ লাখ টাকা সংগ্রহ করে নিয়ে নিজের গাড়িতে করে বরাকরে ফিরছিলেন।

Barakar के कारोबारी से झारखंड में लाखों की लूट
.

মিহিজাম থানার বদমার পোলমোড়ের কাছে রাস্তাটা একটু খারাপ থাকায় তিনি ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ তাকে অনুসরণকারী একটি স্করপিও গাড়ি এবং দুটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় এবং ওই দুটি বাইক ও গাড়িতে থাকা ৮ দুষ্কৃতীরা নেমে শুনে এক রাউন্ড গুলি চালায় । ওই ব্যবসায়ীর গাড়ির কাঁচ ভেঙে ব্যবসায়ীসহ বাকিদের বাইরে বের করে চড় থাপ্পড় মারা আরম্ভ করে এবং তাদের কাছে থাকা ১২ লক্ষ টাকা, দুটি মোবাইল এবং গাড়ির চাবি নিয়ে দুষ্কৃতীরা পালায় ।ব্যবসায়ীর সঙ্গে ছিলেন তার দুই কর্মী কাজল কুমার এবং মুকেশ শর্মা। গাড়ি চালাচ্ছিলেন কানাই মন্ডল। এদের একজনের মোবাইল থেকে মিহিজাম থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে।

Leave a Reply