KULTI-BARAKAR

নিয়ামতপুরে ২০০ বছর ধরে রীতিনীতি মেনে করা হচ্ছে ধর্মরাজের পুজো

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আজ বুদ্ধ পূর্ণিমা আর এই দিনে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর গ্রামে প্রায় 200 বছর ধরে বাবা ধর্মরাজের মন্দিরের প্রথা রীতি মেনে করা হচ্ছে বাবা ধর্মরাজের পুজো। সেই মতে আজ সোমবার সকালে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনে বাবা ধর্মরাজ মন্দিরে পুজোর শুভ সূচনা করা হলো প্রথা অনুযায়ী।

যেখানে মন্দিরের পুরোহিত চন্দন কুমার চক্রবর্তী বলেন আজ বুদ্ধপূর্ণিমা প্রাক্কালে এ পুজোর শুভ সূচনা করা হয় এবং আর সারাদিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে চলবে বাবা ধর্মরাজের পুজো।

Leave a Reply