ASANSOL

রানীগঞ্জে খুনের আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ এলাকার বাসিন্দাদের

বেঙ্গল মিরর, চরন মুখার্জি, রানীগঞ্জ ঃগত দু’দিন আগেই জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক চানকে যুবকের দেহ ভাসতে দেখা যায় 35 নম্বর ওয়ার্ডের গড়িয়াতোলী পুকুর লাগোয়া এলাকার চানকের জলের ওপর। সেদিন ওই যুবকের পরিচয় জানা না গেলেও পরে জানা যায় মৃত ওই যুবক রনাইয়ের শহীদ নগর এর বাসিন্দা বছর কুড়ির ফিরোজ আনসারীর। মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের দাবি তাদের ছেলেকে কেউ বা কারা হত্যা করে ফেলে দিয়েছে আর ওই অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করলেও তাদের 35 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আখতারী খাতুনের কথায় ছেড়ে দিয়েছে পুলিশ।

সোমবার রাত্রে এই দাবি করে 35 নম্বর ওয়ার্ড এর মাজার শরীফ হয়ে দুই নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা অবরোধ করে ওই ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে, কেন কাউন্সিলর অভিযুক্তদের ছাড়িয়ে দিয়েছেন, এই দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন। অসংখ্য এলাকাবাসী ঘিরে ধরেন ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি, পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

যদিও যে আখতারী খাতুন এর বিরুদ্ধে এই অভিযোগ তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন নিজের ব্যক্তিগত কাজে তিনি থানায় গেছিলেন, আর কাউকে ছাড়ানোর জন্য তিনি পুলিশকে বলেননি বলে দাবি করেছেন। তার দাবি কোনো দুষ্ট চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদনাম করার জন্য এ ধরনের অপবাদ দিচ্ছেন। তিনি দাবি করেন আইন আইনের পথে চলবে পুলিশ যারা দোষী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন বলে জানান তিনি। জানা গেছে এই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 1 ব্যক্তিকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *