উন্নয়নের 11 বছর উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- উন্নয়নের 11 বছর উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেল দোমোহানি ফুটবল মাঠে।এই খেলায় অংশগ্রহণ করেছিল বারাবনি ব্লক বারাবনি পঞ্চায়েত সমিতি একাদশ বানাম গ্রাম পঞ্চায়েত একাদশ প্রথমে খেলা আরম্ভ হওয়ার আগেই রাষ্ট্রীয় সংগীত মাধ্যমে শুভ সূচনা হয় দুই দলের মধ্যে টসে জয়ী হয় বিডিও একাদশ খেলা 30 মিনিটের হাই 30 মিনিটে কোন দলই গোল না করায় ট্রাইবেকার এর মাধ্যমে মীমাংসা করা হলো ।




তাতে জয়ী হল পঞ্চায়েত একাদশ তাদের হাতে ট্রফি তুলে দিলেন বারাবনি পঞ্চায়েত সমিতিরসহ-সভাপতি সুকুমার সাধু ও প্রদীপ মিত্রবিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী।