ASANSOL

আসানসোলে চারটে ব্রিজ তৈরি করা হবে, বৈঠক করলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের সেনরালে রোডের ADDA এর গেস্ট হাউসে উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবারের এই বৈঠকে মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ পূর্ত ও পৌরনিগমের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে এদিনের বৈঠকে শহরের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে।এমনকি আসানসোলে চারটে ব্রিজ তৈরি করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এর জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে।এর পাশাপাশি এদিনের বৈঠকে রাস্তা নির্মাণের জন্য আলোচনা করা হয়েছে।বৈঠকে শেষে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি কি বলেন আসানসোল শহরে যানচলাচল মুক্ত করতে আগামী দিনে চারটি ব্রিজ বানানো হবে তাছাড়া আসানসোল এর মানুষকে যাতে সমস্ত সুবিধা দেওয়া যায় সেইজন্যে পাইপলাইন ও জল নিষ্কাশন সহ অন্যান্য সুবিধা অসুবিধার খতিয়ে দেখা হচ্ছে ।

Leave a Reply